ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুলনায় কৌশলে চলছে কোচিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
খুলনায় কৌশলে চলছে কোচিং কোচিং ক্লাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা। ছবি: মানজারুল ইসলাম

খুলনা: খুলনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কৌশলে কোচিং চালাচ্ছেন পরিচালকরা। কেউ কেউ সাইনবোর্ড খুলে, কেউ বা সামনে তালা দিয়ে, গেটে দারোয়ান রেখে দিনরাত গোপনে চালিয়ে যাচ্ছেন কোচিং। আবার কেউ কেউ ব্যাচের নামে চালাচ্ছেন কোচিং বাণিজ্য।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় মহানগরীর আহসান আহমেদ রোডের আইডিয়াল কোচিং সেন্টারের সামনে গেলে দেখা যায়, শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে কোচিং সেন্টারে প্রবেশ করছে। ক্যামেরা দেখে সামনে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তারক্ষী পরে আসা শিক্ষার্থীদের বলে কোচিং তো বন্ধ, কোনো ক্লাস হচ্ছে না।

শিক্ষার্থীদের তখন একটু দূরে গিয়ে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় আড়াল থেকে দেখা যায়, ওই কোচিংয়ে পুরোদমে ক্লাস হচ্ছে।

এছাড়া এই কোচিংয়ের প্রধান শাখা নগরীর মৌলভিপাড়ায়ও দরজা ও জানলা বন্ধ করে ক্লাস নেন শিক্ষকরা। শামসুর রহমান রোডের ইন্টারএইড, দোলখোলা এলাকার ষড়ঋতু কোচিং, মর্ডান ফার্নিচারের মোড়ের কমার্স লার্নিং পয়েন্ট, কমার্স কলেজের বিপরীতে প্রেসিডেন্সি কোচিং সেন্টারগুলোতেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ক্লাস।

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ উপেক্ষিত হলেও প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। কেবল সভা করেই দায়বদ্ধতা শেষ করছেন বলে অভিযোগ সচেতন মহলের।

অভিযোগ উঠেছে কোচিং সেন্টারের আদলে ব্যাচ নাম দিয়ে অনেকেই ক্লাস চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে- এম এ মজিড ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অসিত বরণ মন্ডল, কে পি সি বয়রা কলেজের গনিত বিভাগের মো রোকোনুজ্জামান মিলন, খুলনা মডেল কলেজের ইংরেজি বিভাগের মো. হাবিবুর রহমান সবুর, কেএমজিসি এর গণিত বিভাগের বিধান স্যার, সিটি কলেজের সামনে গণিত বিভাগের বিচক্ষণ স্যার,  শামসুর রহমান রোডের পদার্থবিজ্ঞান বিভাগের শচীন স্যার, মৌলভি পাড়ার পদার্থবিজ্ঞান বিভাগের বাহার স্যার, মডার্ন ফার্ণিচারের ৩য় তলার পদার্থবিজ্ঞান বিভাগের সাঈদ স্যার, পিটিআই মোড় ডান পাশের বিল্ডিংয়ে পদার্থবিজ্ঞান বিভাগের পলাশ স্যার, মডান ফার্নিচারের ২য় তলার পদার্থবিজ্ঞান বিভাগের নরোত্তম স্যার, মডান ফার্নিচারের স্ট্যাডি কোচিংএ পদার্থবিজ্ঞান বিভাগের নারায়ণ স্যার,  মডার্ন ফার্নিচারের মোড়ের রসায়নের রাজু স্যার, মডার্ন ফার্নিচারের স্টাডি কোচিং রসায়ন এর দেব প্রকাশ স্যার, পিটিআই মোড় থেকে মিয়াপাড়ার দিকে গণিত বিভাগের মনির স্যার, পিটিআই মোড়ের গণিত বিভাগের নারায়ণ স্যার, মৌলভিপাড়ার নাসির গার্ডেনে গণিত বিভাগের মনির স্যার, মডার্ন ফার্নিচার মোড়ের জীববিজ্ঞান বিভাগের মোদাচ্ছের স্যার ও আদিত্য স্যার ইংরেজি বিভাগের গোস্বামী, গণিত বিভাগের অসিত স্যার, শচীন স্যারের বিল্ডিং এ জীব বিজ্ঞানের হাশেম স্যার ও বিকাশ স্যার, প্রেস ক্লাবের পিছনে শিখা ম্যাডাম, সোনাডাঙ্গার সার্জিক্যালের বিপরীতে গলিতে রসায়নের নবগোপাল স্যার, শামসুর রহমান রোডের শচীন স্যারের বল্ডিং এর ৩য় তলায় জীববিজ্ঞানের দিলীপ স্যার, দৌলতপুরে পদার্থবিজ্ঞানের ইলিয়াস স্যার ও জীববিজ্ঞানের সব্যসাচী স্যার, মিয়াপাড়ার জীববিজ্ঞানের নীলিমা ম্যাডাম ও গণিতের রায়হান স্যার, মর্ডান টাওয়ার সিটি কলেজের  জীববিজ্ঞানের ম্যাডাম নিগার সুলতানা, খুলনা বিএল কলেজের পদার্থবিজ্ঞানের জামাল উদ্দিন, রসায়নের প্রানেশ বিশ্বাস, ফুলতলা মহিলা কলেজের জীববিজ্ঞানের ইসমত আরা, পদার্থবিজ্ঞানের কাবেরী সাহা, রসায়নের পরিমল স্যার ও গণিতের মান্নান স্যার।  

এসব শিক্ষকরা ব্যাচের নামে কোচিংয়ের মতো বাণিজ্য চালাচ্ছেন।
 
খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক নিভা রাণী পাঠক বাংলানিউজকে বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং বন্ধের যে নির্দেশ দিয়েছে তা অমান্য করে যারা কোচিং চালাচ্ছেন প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূর-ই আলম বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, যেসব কোচিং খোলা রাখা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।