ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, বহিষ্কার ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, বহিষ্কার ৫

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

শনিবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশশেরুল ইসলাম দি বার্ডস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে আসা ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বহিষ্কৃতরা হলো- শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী কুরমা চা বাগানের সচিদানন্দ বর্মার ছেলে কিরণ বর্মা, সাজিবাজারের সন্তোষ দাসের ছেলে সুমিত দাশ, রাজঘাট চা বাগানের রবি কুণ্ডুর ছেলে বিজন কুণ্ডু, ফুলবাড়ী চা বাগানের কুমেদ বাউড়ীর ছেলে সুজিত বাউড়ী ও নয়ানছিড়ি এলাকার দুদু মিয়ার ছেলে ইমরান হোসেন।

ইউএনও মোবাশশেরুল ইসলাম বাংলানিউজেকে বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ রয়েছে। তারপরও ওই পাঁচ পরীক্ষার্থী নিয়ম না মেনে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে আসে। যার জন্য তাদের বহিষ্কার ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।