ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

শৈলকুপায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
শৈলকুপায় ৫ শিক্ষার্থী বহিষ্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গণি এ আদেশ দেন।

ইউএনও উসমান গণি বাংলানিউজকে জানান, পরীক্ষা চলাকালীন শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্রে নকল করার আপরাধে চার শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

 

অপরদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম লিংকন বাংলানিউজকে জানান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।