ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

নকলের দায়ে মানিকগঞ্জে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
নকলের দায়ে মানিকগঞ্জে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

মানিকগঞ্জ: উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নকলের দায়ে ৪ ছাত্রকে বহিষ্কার করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার।

শনিবার (০৭ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালে সরকারি দেবেন্দ্র কলেজের ১০৯ কক্ষ থেকে তিনটি স্মার্টফোনসহ তাদেরকে আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ছাত্র।

তারা হলেন- সাগর শিকদার, নন্দন কুমার বিশ্বাস, আতিকুর রহমান এবং জাহিদ ইকবাল।

চার পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন সরদার জানান, বহিষ্কৃত ওই ছাত্ররা স্মার্টফোনে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে দেয় এবং একইভাবে উত্তর সংগ্রহ করে নকল করছিলো। খবর পেয়ে তাদের মোবাইল ফোন জব্দ করে নকলের সত্যতা মিলে। পরে তাদেরকে বহিষ্কার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আটক পরীক্ষার্থীরা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।