ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মোবাইলে প্রশ্নপত্র, বন্দরে এইচএসসি পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
মোবাইলে প্রশ্নপত্র, বন্দরে এইচএসসি পরীক্ষার্থী আটক

নারায়ণগঞ্জ: বন্দরে স্মার্টফোনের মেসেঞ্জারে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করায় এইচএসসি পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৭ এপ্রিল) সকালে বন্দরের হাজি ইব্রাহিম আলম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীকে আটক করা হয়। তার নাম ওয়াসিম আকরাম।

সে বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং কদম রসুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বাংলানিউজকে বলেন, শনিবার ছিল ইংরেজী ২য় পত্রের পরীক্ষা। হাজি ইব্রাহিম আলম চান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ওয়াসিম খান নামে এইচএসসি পরীক্ষার্থী লুকিয়ে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার পর ওয়াসিম ওই প্রশ্নপত্রের ছবি তুলে মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে বাইরে অপেক্ষামাণ দুই সহযোগীকে পাঠায়। এরপর বাইরে থেকে দুই সহযোগী উত্তরপত্র লিখে মেসেঞ্জারের মাধ্যমে পুনরায় ওয়াসিমের কাছে পাঠিয়ে দেয়।
 
তিনি জানান, মেসেঞ্জারের উত্তরের সঙ্গে খাতায় লেখা উত্তরের হুবহু মিল পাওয়া যায়। পরে টহলরত র‌্যাবের কাছে ওয়াসিম আকরামকে সোপর্দ করা হয়। বাইরে থেকে উত্তরপত্র সরবরাহকারী দু’জনকে আটকে মাঠে নেমেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।