ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নকলের দায়ে আড়াইহাজারে ১০ পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
নকলের দায়ে আড়াইহাজারে ১০ পরীক্ষার্থী বহিষ্কার প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০৯ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা চলাকালীন আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া খান তাদের বহিষ্কার করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেড সুরাইয়া খান জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সরকারি সফর আলী কলেজের সাতজন, পাচঁরুখী বেগম আনোয়ারা কলেজের একজন ও হাজী বেলায়েত কলেজের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে পরীক্ষা শুরুর ২ মিনিট আগে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৪ দ্বারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান পাঁচ বহিরাগতকে আটক করেন। পরীক্ষা শেষে মুচলেখার মাধ্যমে সাধারণ ক্ষমা করে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।