ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: আইসিটি পরীক্ষায় রাজশাহীতে অনুপস্থিত ১৩৪১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
এইচএসসি: আইসিটি পরীক্ষায় রাজশাহীতে অনুপস্থিত ১৩৪১

রাজশাহী: চলতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে এক হাজার ৩৪১ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

সোমবার (০৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজশাহী বিভাগের আট জেলার মোট ১৯৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রমানিক বাংলানিউজকে জানান, সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় সব মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৬ হাজার ৮০৭ শিক্ষার্থী।

পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৫ হাজার ৪৪৬ শিক্ষার্থী। বাকি এক হাজার ৩৪১ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

তিনি আরও জানান, সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন রাজশাহীর ৩৯ কেন্দ্রে ৩১২ জন। এছাড়া সিরাজগঞ্জের ২৮ কেন্দ্রে ২০৮, বগুড়ার ৩১ কেন্দ্রে ১৯৪, পাবনার ২৫ কেন্দ্রে ১৬৯, নওগাঁর ২৬ কেন্দ্রে ১৫১, নাটোরের ২০ কেন্দ্রে ১১৬, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১২৯ এবং জয়পুরহাটের ১৪ কেন্দ্রে ৬২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিন কোনো পরীক্ষার্থী কিংবা কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হননি। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানান আনারুল হক প্রমানিক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।