ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

জামালপুরে ভুল সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
জামালপুরে ভুল সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ

জামালপুর: জামালপুর শহীদ জিয়াউর রহমান কলেজ কেন্দ্রে সোমবারের (০৯ এপ্রিল) এইচএসসি পরীক্ষায় ‘ওলকপি’ সেটের পরিবর্তে ভুল করে ‘লাউ’ সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

এতে চার শতাধিক পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

জানা গেছে, ঢাকা বোর্ডের সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সোমবার সকালে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের পরীক্ষার্থীদের ১৮৬ নম্বরের ‘ওলকপি’ সেটের বহুনির্বাচনী অভিক্ষা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথা সময়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে।

অথচ আগাম এ নির্দেশনা অনুসরণ না করে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুলক্রমে চার শতাধিক পরীক্ষার্থীদের ২৩৭ নম্বরের ‘লাউ’ সেটের বহুনির্বাচনী অভিক্ষা-২ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করেছে। পরে এ ঘটনায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।

ইসমাইল হোসেন নামে এক পরীক্ষার্থী বাংলানিউজকে বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার সব ছাত্রছাত্রীই ফেল করবেন।

তবে কলেজের অধ্যক্ষ তফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।