ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে ৭ ঘণ্টা রেলপথ অবরোধ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে ৭ ঘণ্টা রেলপথ অবরোধ কোটা সংস্কারের দাবিতে বাকৃবিতে ৭ ঘণ্টা রেলপথ অবরোধ

বাকৃবি (মময়মনসিংহ): কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সাত ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে রাখেন তারা।

এর আগে রোববার দিনগত রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের সব শিক্ষার্থী ক্লাস ও ক্লাস টেস্ট বর্জন করেন।

 

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে সমবেত হন। সেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সমাবেশ করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলপথ অবরোধ করেন। বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের বৈঠকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত হয়। এ ঘোষণা জানার পর শিক্ষার্থীরা রেলপথ অবরোধ তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।