ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আইসিটি পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৯৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৮
আইসিটি পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৯৫

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৬৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায়নি।

অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ১২৯, বরগুনায় ৭৮, পটুয়াখালীতে ১১৬, পিরোজপুরে ৭১, ঝালকাঠিতে ৪৬ ও বরিশালে ২৫৫ জন রয়েছে।

সোমবার (৯ এপ্রিল) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় মোট ৫৫ হাজার ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।