মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোট ৫ লাখ ৬১ হাজার ৮৪০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
বরিশাল শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৭ হাজার ৪০০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৬১৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ, যা এবাছর সব বোর্ডের মধ্যে সর্ব্বোচ্চ। বরিশাল শিক্ষা বোর্ডের পরেই ৯৪ দশমিক ১০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রাজশাহী।
এবছর ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।
আরও পড়ুন>
** জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৭.৯০ শতাংশ
** জেএসসি-জেডিসিতে শতভাগ পাস ১৮৪৩ প্রতিষ্ঠানে
** পিইসি-জেএসসি পাস শিক্ষার্থীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
** জেএসসি-জেডিসি-পিইসি পরীক্ষার ফল দুপুরে
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরকেআর/একে