ঢাকা: এসএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২০ জন জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজসমূহের এসএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান জানায়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিদ্যমান ১২টি ক্যাডেট কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেলের প্রত্যক্ষ তত্বাবধানে পরিচালিত হয়।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের মধ্যে ৫১ জন জিপিএ-৫ ও একজন জিপিএ-৪, ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৪৮জনের সবাই জিপিএ-৫, মির্জাপুর ক্যাডেট কলেজের ৫০ জনের ৪৮ জন জিপিএ-৫ ও ২ জন জিপিএ-৪, রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৫১ জনের সবাই জিপিএ-৫, সিলেট ক্যাডেট কলেজের ৫৭ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।
রংপুর ক্যাডেট কলেজের ৫২জনের সবাই জিপিএ-৫, বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ জনের সবাই জিপিএ-৫, পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জনের সবাই জিপিএ-৫, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই জিপিএ-৫, কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৮ জনের ৪৭ জন জিপিএ-৫ ও একজন জিপিএ-৪, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৭ জনের সবাই জিপিএ-৫, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
বাংলাদেশ সময়:০২১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআইএইচ/এনএইচআর