ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

জবিতে কাউন্সিলিং সেন্টার উদ্বোধন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
জবিতে কাউন্সিলিং সেন্টার উদ্বোধন  জবিতে কাউন্সিলিং সেন্টার উদ্বোধন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি একটি র‍্যালির আয়োজন করা হয়।

সোমবার (০৩ জানুয়ারি) ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এ কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কাউন্সিলিং কমিটির আহ্বায়ক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম উপস্থিত ছিলেন।  

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।  

কাউন্সিলিং সেন্টার উদ্বোধনের পর সেন্টারে মানসিক স্বাস্থ্য পরিমাপণ, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।