কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২০২১ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষে এ, বি ও সি ইউনিটের ১ হাজার ৪০টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন মাত্র ৫০৭ জন শিক্ষার্থী। ফলে এই তিন ইউনিটে ফাঁকা রয়েছে আরও ৫৩৩টি আসন।
এই পাঁচদিনের ভর্তি কার্যক্রম শেষে এ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ১৬৩টি, বি ইউনিটে ২৭১টি, সি ইউনিটে ৯৯টি এবং নির্ধারিত কোটা আসনে ১৩টি।
রোববার (৯ জানুয়ারি) কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির ১৫তম সভায় এই তথ্য জানানো হয়।
স্ব-স্ব বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যদি প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে খালি আসনের চারগুণ শিক্ষার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। দ্বিতীয় সাক্ষাৎকার হবে ১৬ এবং ১৭ জানুয়ারি এবং ভর্তি ১৮ ও ১৯ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০২২
এমএমজেড