ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

টিকা ছাড়া সরাসরি ক্লাস নয়: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জানুয়ারি ১০, ২০২২
টিকা ছাড়া সরাসরি ক্লাস নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নাই। শিক্ষার্থীর প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে তারা।

১২ জানুয়ারি থেকে টিকা না নেওয়া শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারবে না। তারা অনলাইন ও টেলিভিশনে ক্লাস করতে পারবে। ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শেষ করবে সরকার। ন্যূনতম এক ডোজ নিলেই শিক্ষার্থীরা সরাসরি ক্লাস করতে পারে। ’

আজ সোমবার ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হবে না। সীমিত পরিসরে ক্লাস চলবে। আমরা টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছি। ’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষা স্বাভাবিকভাবেই পেছাবে। বৈশ্বিক মহামারী চলছে। শিক্ষার্থীদের ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব যত কম করা যায় আমরা সে চেষ্টা করবো। পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নিবো। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।