শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন করার দরকার নাই। শিক্ষার্থীর প্রমাণপত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা নিতে পারবে তারা।
আজ সোমবার ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হবে না। সীমিত পরিসরে ক্লাস চলবে। আমরা টিকাদান কার্যক্রমে জোর দিচ্ছি। ’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে হবে। পরিস্থিতি অনুকূলে না থাকলে পরীক্ষা স্বাভাবিকভাবেই পেছাবে। বৈশ্বিক মহামারী চলছে। শিক্ষার্থীদের ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব যত কম করা যায় আমরা সে চেষ্টা করবো। পরিস্থিতি অনুযায়ী আমরা পদক্ষেপ নিবো। ’
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
নিউজ ডেস্ক