ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় মামলা হয়নি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় মামলা হয়নি, আটক ২

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনায় এখনও কেউ মামলা করেনি।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুল ইসলাম স্বপন ও জহিরুল ইসলাম রেজভি নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

যাদের বিভিন্ন সময় বরিশালের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে সখ্য ছিল।

উভয়কে আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় প্রার্থী কিংবা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি। তারা না দেওয়ায় এখন পুলিশই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, প্রার্থীর ওপর হামলার ওই ঘটনার কথা উল্লেখ করেই নিয়মানুযায়ী পুলিশ তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এ মুহূর্তে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে তেমন আগ্রহ প্রকাশ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। তারা আগামী শুক্রবার (১৬ জুন) বাদ জুমা সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি নিয়ে আগ্রহী বেশি।

ইসলামী আন্দোলনের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম সানাউল্লাহ বলেন, নায়েবে আমীরের ওপর হামলার ঘটনায় ভোটগ্রহণের রাতেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগামী শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ ও মিছিল হবে। বরিশাল নগরের কর্মসূচি অশ্বিনী কুমার হল চত্বরে হবে।

প্রসঙ্গ, গত ১২ জুন দুপুরের দিকে ভোটকেন্দ্র পরিদর্শনকালে নগরের চৌমথা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করিমের ওপর নৌকার কর্মীরা হামলা চালায়।  এতে রক্তাক্ত জখম হয়ে ফয়জুল করিম রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।