ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

ঢাকা: পৌর নির্বাচন ১৫দিন পেছানোসহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ইসি কার্যালয়ে যাবে প্রতিনিধিদলটি।



প্রতিনিধি দলে আছেন-দলটির প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় বিএনপি।

তবে নির্বাচনের তফসিল ‍কমপক্ষে ১৫ দিন পিছিয়ে দেওয়ার ‘শর্ত’ জুড়ে দেয় দলটি।

দলীয় সূত্র জানায়, এসব দাবি নিয়ে কথা বলতে এবং লিখিতভাবে জানাতেই ইসি কার্যালয়ে যাচ্ছে বিএনপি।

এদিকে বিএনপির এ ‘শর্ত’র বিষয়ে কিছু করার নেই বলে জানিয়েছেন কমিশন সচিব সিরাজুল ইসলাম।

বাংলানিউজকে তিনি বলেন, ‘আমার মতে বিএনপির শর্ত মানার কোনো সুযোগ নেই। কেননা, ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ করে ফেলতে হবে। ’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘সে সিদ্ধান্ত কমিশন নেবে। তবে নির্বাচন পেছানোর শর্ত আমলে নেওয়ার সুযোগ নেই। ’

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫, আপডেট: ১১৪৬ ঘণ্টা
এমএম/এমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।