ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ধুনটে মেয়র পদে আ’ লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ধুনটে মেয়র পদে আ’ লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জন

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে লিখিতভাবে আবেদন করেছেন চারজন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এ আবেদন করেন তারা।



ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ হেলাল বাংলানিউজকে জানান, মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সদস্য ও পৌরসভার বর্তমান কাউন্সিলর আল-আমিন এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু আবেদনপত্র জমা দিয়েছেন।

তিনি আরো জানান, রোববার দুপুরের মধ্যে মেয়র প্রার্থীদের আবেদনপত্র বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পৌঁছানো হবে।

সেখানে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সংশ্লিষ্ট উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।