ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

‘টেস্ট কেস হিসেবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘টেস্ট কেস হিসেবে পৌর নির্বাচনে অংশ নিচ্ছি’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ

গাজীপুর: টেস্ট কেস হিসেবে পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



হান্নান শাহ বলেন, ‘দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও সরকারকে সুযোগ দিচ্ছি। যদি তা না হয়, আগামী দিনেও তারা বিতর্কিত হবেন। ’

‘সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ তাদের চায় না। তাই তারা পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনী ফল নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এক্ষেত্রে কাউকে ছেড়ে কথা বলা হবে না। ’

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।