ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

আ’লীগের মনোনয়নের বোর্ড সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আ’লীগের মনোনয়নের বোর্ড সভা শুরু

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে প্রার্থী মনোনয়নে বোর্ড সভা শুরু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভা শুরু হয়।

এটি পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের প্রথম সভা। সভাপতিত্ব করছেন দল সভাপতি ও স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে এখান থেকে।

এর আগে, গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় বোর্ড স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড হিসেবে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমইউএম/আইএ

** আওয়ামী লীগের পৌর নির্বাচন বোর্ডের সভা সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।