ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী হৃষিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজবাড়ীতে বিএনপির প্রার্থী হৃষিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বড় ছেলে অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত। তিনি পৌর বিএনপির ৫নং ওয়ার্ড এর সদস্য।



বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা থেকে রাজবাড়ীতে এসে পৌঁছালে বিএনপি’র নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিএনপি নেতা অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত বলেন, নতুন প্রজন্মই তার অনুপ্রেরণার মূল উৎস। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে তিনি কম্পিউটার, ইন্টারনেট টেকনোলজি নিয়ে কাজ করবেন। নির্বাচিত হলে পৌরসভার মধ্যে থাকা কলেজগুলোতে ওয়াইফাই সংযোগ দেবেন। যাতে শিক্ষার্থীরা আধুনিক টেকনোলজি ব্যবহার করে পড়ালেখার মান উন্নয়ন করতে পারে।

রাজবাড়ী পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন হৃষিদ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।