ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভোলার ৩ পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ভোলার ৩ পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভোলার ৩টি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের তিনজন, বিএনপির তিন,  স্বতন্ত্র তিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
এছাড়াও এ তিনটি পৌরসভা থেকে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলর পদে ৭৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।



এর মধ্যে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিএনপির প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে খন্দকার আল-আমিন মনোনয়নপত্র দাখিল করেন।

দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার, বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন কাকন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আলমগীর হোসেন ও ইকবাল হোসেন বাবু।

বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, বিএনপির মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির খান।

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের নয়জন, বিএনপির নয়জন এবং নারী কাউন্সিলর হিসেবে ছয়জন। বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলিয়ে ৩১ জন এবং দৌলতখান পৌরসভায় ২৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এর আগে দোয়া ও মিলাদ মাহফিল শেষে উৎসবমুখর পরিবেশে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিনে রির্টানিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রির্টানিং অফিসার সুব্রত কুমার সিকদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ভোলা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি মাইনুল হোসেন বিপ্লব।

বিএনপি মনোনয়পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

স্বতন্ত্র প্রার্থী খন্দকার আল আমিন মনোনয়নপত্র দাখিলের সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।