ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

শ্রীপুরে মেয়রপদে প্রার্থী নেই জাপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
শ্রীপুরে মেয়রপদে প্রার্থী নেই জাপার

গাজীপুর: শ্রীপুর পৌরসভা নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও মেয়র প্রার্থী নেই জাতীয় পার্টির (জাপা)।

রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর)।

ঐ সময়ে জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়নি বলে বলে জানা গেছে।
 
এ বিষয়ে গাজীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে কয়েকদিন আগে জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থীর তালিকা চাওয়া হয়েছিলো। আমি আগামীতে সংসদ নির্বাচন করবো। তাই পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হবো না। আমাদের শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আফতাব উদ্দিন শারীরিকভাবে অসুস্থ ও আর্থিক সংকটের কারণে মেয়র পদে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন।
 
এদিকে, শ্রীপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টিতে কোনো প্রার্থী না থাকায় সাধারণ নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। দলীয় প্রার্থী না থাকায় তৃণমূলে রয়েছে ধোঁয়াশা।  
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।