ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচনের বাইরে থেকে গেলো ২৬টি দল

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
পৌর নির্বাচনের বাইরে থেকে গেলো ২৬টি দল

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ২৬টি দলই স্থানীয় এ নির্বাচনের বাইরে থেকে গেলো।


 
বিষয়টি নিশ্চিত করেছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান।
 
তিনি বাংলানিউজকে বলেন, যেসব দলের প্রার্থী পাওয়া গেছে এগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি-জেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
 
তিনি জানান, ১৪টি দলের প্রার্থীর মনোনয়নপত্র আমরা পেয়েছি। তার মানে নির্বাচনের বাইরে থাকছে ২৬টি দল।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ১৩ হাজার ৬৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ১ হাজার ২২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
শনিবার ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।
 
এ নির্বাচনে প্রায় ৩ হাজার ৫৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার রয়েছে প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন। নির্বাচনে ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

এ নির্বাচনে কেবল মেয়র পদেই দলীয়ভাবে ভোটগ্রহণ করা হবে। কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয়ভাবে ভোট হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ইইউডি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।