ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মনোনয়ন পেতে বরগুনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মনোনয়ন পেতে বরগুনায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের দুই প্রার্থী।

শনিবার(৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টায় পৃথকভাবে বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও জেলা আ.লীগের সহ-সভাপতি হুমায়ন কবিরের সমর্থকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।



প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ন কবিরের সমর্থকরা। পরে তিনি বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বরগুনা পৌর নির্বাচনে ঘোষিত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাহার করে তার নামে দেওয়ার দাবি জানান।

অপরদিকে, দুপুর ১২টায় মানববন্ধন করেন বর্তমান মেয়র শাহাদাত হোসেনের সমর্থকরা। বরগুনা পৌর শহরের সদর রোড এলাকায় বরগুনা শহরের ওষুধ ব্যবসায়ী সমিতি, কাঁচা বাজার, মাছ বাজার সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।