ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরগুনায় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বরগুনায় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরগুনা: বরগুনার তিনটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার(৫ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।



এরা হলেন- বরগুনায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অব. সার্জেন্ট এম এ জলিল ও বেতাগী পৌরসভার বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস।

বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুল্লাহ জানান, অগ্রণী ব্যাংকে তার বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা থাকায় এম এ জলিলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অন্যদিকে, বেতাগী পৌরসভায় আওয়ামী লীগে পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা পড়ে। এদের মধ্যে এবিএম গোলাম কবিরের মনোনয়নপত্র বহাল রেখে আলতাফ হোসেন বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বেতাগী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বাংলানিউজকে জানান, আলতাফ হোসেন বিশ্বাস নৌকার পক্ষে মনোনয়নপত্র জমা দিলে আওয়ামী লীগের সর্বশেষ চিঠি অনুযায়ী তার মনোনয়নপত্র সঠিক না হওয়ায় বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।