ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সারিয়াকান্দিতে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
সারিয়াকান্দিতে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রত্যয় হাসান।



মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে আব্দুল খালেক, ২নং ওয়ার্ডে তোফাজ্জল হোসেন তোফা ও রাশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ডে সফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডে নার্গিস বেগম এবং ৬নং ওয়ার্ডে মো. শফিকুল আলম টপি মন্ডল ও এখলাছ মিয়া।

বাংলানিউজকে এ তথ্য জানান, উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।