ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

গোলাপগঞ্জে ৩ মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গোলাপগঞ্জে ৩ মেয়র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন বাতিল

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে তিন মেয়র প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন।

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডের (সংরক্ষিত ১,২ ও ৩) জলি রানী পালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভার সহকারি রিটার্নিং অফিসার সাইদুর রহমান রোববার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি আরও জানান, এ পৌরসভায় মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র পদে টিকে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান লিপন।

এর আগে শনিবার (৫ ডিসেম্বর) বাছাইয়ে এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪২ জনের মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।

এ পৌরসভায় মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন।

সিলেটের অপর দুই পৌরসভা কানাইঘাট ও জকিগঞ্জে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
এনইউ/এএএন/আরএম

** সিলেটের গোলাপগঞ্জে ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।