ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ভোলায় ১ মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ভোলায় ১ মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

ভোলা: ভোলা সদর ও দৌলতখান পৌরসভায় মেয়র পদে একটি ও কাউন্সিলর পদে ১১টিসহ মোট ১২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
রোববার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে এসব মনোনয়পত্র বাতিল করেছে রির্টানিং অফিস।



প্রার্থীদের স্বাক্ষরে জটিলতা, সম্পদের হিসাবে গড়মিল, শিক্ষাগত যোগ্যতার ঘর পূরণ না করা ও আয়কর রিটার্নের হিসেবে গড়মিল থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে রির্টানিং অফিস সূত্র জানায়।
 
তবে বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে দু’টিসহ ৩৪টি কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ রয়েছে।

ভোলা পৌরসভার একটি মেয়র, সাতটি কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরের দু’টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

দৌলতখান পৌরসভায় সাধারণ পদে দুই কাউন্সিলরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মেয়র পদে চার প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত পদে পাঁচ মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে।

জেলা রির্টানিং অফিসার সুব্রত কুমার সিকদার ও জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন খান এসব তথ্য বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।