ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

শ্রীপুরে মেয়র পদসহ ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
শ্রীপুরে মেয়র পদসহ ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদসহ ছয় প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
 
রোববার (০৬ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।



উপজেলা রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান জানান, বয়স কম থাকায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফরহাদ আহমেদ মমতাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদ থেকে পদত্যাগ না করায় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা ইয়াসমীন, ঋণ খেলাপি থাকায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন তথ্যে গড়মিল থাকায় ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইলিয়াছ ব্যাপারি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামিম ওসমান, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে মেয়র পদে চার প্রার্থীসহ মোট ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদশে সময়: ২০৩৯ ঘণ্ট, ডিসেম্বর ০৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।