সাভার (ঢাকা): সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে একজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন ও সাধারণ কউন্সিলর পদে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
রোববার (০৬ ডিসেম্বর) সাভার উপজেলা কনপারেন্স রুমে প্রার্থিতা যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহ আলম।
এ সময় জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার বাংলানিউজকে জানান, প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রে ত্রুটি থাকায় সাভার পৌরসভা ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মফিজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
একই কারণে সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদা বেগম ও সালেহা বেগমের মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া নথিপত্রে ত্রুটি প্রমাণিত হওয়ায় ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পার্থী এরশাদুর রহমান,আব্দুল কাদের মিয়া ও ৩ নং ওয়ার্ডের কলি উদ্দিন মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
একই কারণে ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পার্থী সাগর,খোকন ও ফারুকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে সাধারণ কাউন্সিলর পদে কোনো প্রতিদ্বন্দী না থাকায় ২নং ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মানিক মোল্ল্যার নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
বিএস