ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

পৌর নির্বাচনের প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, ডিসেম্বর ৯, ২০১৫
পৌর নির্বাচনের প্রচারণা শুরু

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের বৈধ প্রার্থীরা বুধবার (০৯ ডিসেম্বর) থেকে প্রতীক ছাড়া প্রচারণা চালাতে পারবেন। এক্ষেত্রে কাউন্সিলর ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন ১৪ ডিসেম্বর।



তবে দলীয় মেয়র প্রার্থীরা দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে তারা নিজেদের প্রতীক আগে থেকেই জানেন।
 
প্রতীক নিয়ে প্রচারণায় বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন। মেয়র পদের দলীয় প্রার্থীরা প্রতীক নিয়ে চারদিন আগেই প্রচারণায় গেলে অন্য প্রার্থীরা বৈষ্যম্যের শিকার হবেন।

তাই দলীয় প্রতীকে তাদের আজ থেকেই প্রচারণায় সুযোগ দেওয়া হবে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে কমিশন।
 
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজজ্জামান বাংলানিউজকে বলেন, প্রতীক নিয়ে প্রচারণার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রার্থীদের প্রতীক ছাড়া প্রচারণায় যেতে কোনো সমস্যা নেই।
 
৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।
 
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।