ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ধনবাড়ীতে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগ-বিএনপির প্রার্থী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ধনবাড়ীতে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগ-বিএনপির প্রার্থী

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপির এসএমএ ছোবহানের আপিল শুনানি শেষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।



এরআগে গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। পরদিন তারা এ বাতিল আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করেন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।