ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

লক্ষ্মীপুরে সরে দাঁড়ালেন বিদ্রোহী ২ মেয়র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
লক্ষ্মীপুরে সরে দাঁড়ালেন বিদ্রোহী ২ মেয়র প্রার্থী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী দুই মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।  
 
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।


 
সরে দাঁড়ানো দুই মেয়র প্রার্থী হলেন- রায়পুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন এবং রামগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র বেলাল আহমেদ।  
 
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু ইউসুফ এবং রায়পুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ এসব তথ্য জানিয়েছেন।
 
দলীয় প্রধানের নির্দেশ ও দলের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন সরে দাঁড়ানো দুই প্রার্থী।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।