ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ময়মনসিংহে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ময়মনসিংহে ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ময়মনসিংহ : ময়মনসিংহের দুই পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৩ ডিসেম্বর) প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।



ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউসার চৌধুরী রন্টি ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম।

প্রত্যহারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন- গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ।

এছাড়া ত্রিশাল পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি থেকে শফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার জান্নাতুল ফেরদৌস নিশ্চিত এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা,  ডিসেম্বর ১৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।