ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চৌদ্দগ্রামের ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
চৌদ্দগ্রামের ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চার কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে ৮ নম্বর ওয়ার্ডের তিন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।



রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা রিটার্নিং অফিসার দেবময় দেওয়ানের কার্যালয়ে এসে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এরা হলেন-৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাইনউদ্দিন মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাজী শহিদ, এয়াকুব নবী ও কাজী বেলাল।

চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান, এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনাম।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।