ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ফেনীতে ৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ফেনী: ফেনীর ৩ পৌরসভায় ৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে তারা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।


 
এদের মধ্যে ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন ও সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা বেগম রয়েছেন।

এদিকে, দাগনভূঞা পৌরসভার ৮নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন ও রফিক উদ্দিন, ৪নং ওয়ার্ডের আবুল কাশেম এবং ৩নং ওয়ার্ডের সাইফুল ইসলাম রাজু ও জিয়াউর রহমান জিয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এছাড়া পশুরাম পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মরিয়ম আক্তার ও শিলু হক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ফেনী পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এমানুল হক, দাগনভূঞাঁ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম, জেলা নির্বাচন অফিসার ও পরশুরাম পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।