ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

সাভারে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সাভারে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সাভার (ঢাকা): সাভার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে চার প্রার্থীসহ সংরক্ষিত আসনের দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও সাভার উপজেলার রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তারা আবেদন করেন।



এদের মধ্যে রয়েছেন সাভার পৌর ১নং সাধারণ ওর্য়াড কাউন্সিলর প্রার্থী নারগিস আক্তার ও আব্দুল কাদের। ৪নং সাধারণ ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মো. সাহাবুদ্দিন খান। ৯নং সাধারণ ওর্য়াড কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম।

এছাড়া, সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর প্রার্থী মনোয়ারা আক্তার ও শামীমা বাসার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।