কুড়িগ্রাম: কুড়িগ্রামের তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ ১৫ জন মেয়র প্রার্থী, ১৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কুড়িগ্রাম পৌরসভা:
কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিসহ তিন মেয়র প্রার্থী, ৩৬ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মাঝে দলীয় প্রতীকসহ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নাগেশ্বরী পৌরসভা:
নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উলিপুর পৌরসভা:
উলিপুর পৌরসভায় মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কুড়িগ্রাম, নাগেশ্বরী ও উলিপুর পৌরসভার নিজ নিজ রিটার্নিং কর্মকর্ত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ