ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ফেনীতে প্রতীক পেলেন ২ মেয়র ১৬ কাউন্সিলর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ফেনীতে প্রতীক পেলেন ২ মেয়র ১৬ কাউন্সিলর

ফেনী: ফেনীর দুই পৌরসভায় প্রতীক পেলেন দুই মেয়র ও ১৬ কাউন্সিলর৷

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা এ প্রতীক বরাদ্দ দেন৷

এর মধ্যে ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহম্মদ পেয়েছেন (উট পাখি), নুরুল ইসলাম (ডালিম) প্রতীক৷ এ পৌরসভায় বাকি ১৭টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে৷

দাগনভূঞাঁ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন (ধানের শীষ) প্রতীক।

কাউন্সিলর পদে ১৪ জনের মধ্যে এক নম্বর ওয়ার্ডে ওলি আহম্মদ-(ঝাড়ু), আবদুল মজিদ (পানির বোতল), জাফর আহম্মদ (উট পাখি), মো. ইউসুফ (টেবিল ল্যাম্প), মোহাম্মদ ইব্রাহীম (ব্রিজ), মোহাম্মদ ইমাম হোসেন (ডালিম), জাকের হোসেন (পাঞ্জাবি), মো. মোস্তফা (ব্লাক বোর্ড), ফজলুল হক বাহাদুর (গাজর)৷

তিন নম্বর ওয়ার্ডে আলী আহম্মদ (পাঞ্জাবি), নুরুল হুদা সেলিম (উট পাখি), জিয়া উদ্দিন (টেবিল ল্যাম্প)৷ সাত নম্বর ওয়ার্ডে জাফরুল ইসলাম (উট পাখি), কামরুল ইসলাম (পাঞ্জাবি) প্রতীক পেয়েছেন৷

বাকি ছয়টি ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা আসনের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে৷

এছাড়া পরশুরাম উপজেলার নয়টি কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলরের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে৷

ফেনী পৌরসভা, দাগনভূঞাঁ ও পরশুরামের নিজ নিজ রিটার্নিং অফিসাররা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন৷

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।