ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

সিলেটে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সিলেটে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

সিলেট: পৌরসভা নির্বাচনে সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) তাদের প্রতীক বরাদ্দ করা হয়।

সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানান।

কর্মকর্তারা বলছেন, সোমবার সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ চলছে।
 
নির্বাচনী প্রচারণা শেষ হবে ২৮ ডিসেম্বর রাতে। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতীকে এবারই প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই প্রতীক বরাদ্দের আগে থেকেই গণসংযোগে মাঠে নামেন দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা।

শুধু স্বতন্ত্র প্রার্থীদের অপেক্ষায় থাকতে হয়েছিলো প্রতীকের জন্য। তাই প্রতীক পাওয়া মাত্রই প্রচারণায় নেমে পড়েন তারাও।

কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের লুৎফুর রহমান নৌকা, বিএনপির মো. আব্দুর রহিম ধানের শীষ, জাতীয় পার্টির বাবুল আহমদ লাঙ্গল, জাসদের তাজ উদ্দিন মশাল, খেলাফত মজলিসের হাফিজ মো. ইসলাম উদ্দিন রিকশা প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন নারকেল গাছ, মোহাম্মদ ওলিউল্লাহ মোবাইল ফোন ও মো. সোহেল আমীন জগ প্রতীক পেয়েছেন।

আর জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান নৌকা, বিএনপির বদরুল হক বাদল ধানের শীষ, জাপার আব্দুল মালেক ফারুক লাঙ্গল,  খেলাফত মজলিসের জাফরুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পান।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ জগ ও হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীক পেয়েছেন।

গোলাপগঞ্জে আওয়ামী লীগের জাকারিয়া আহমদ পাপলু নৌকা (বর্তমান মেয়র), বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ, জাপার মো. সুহেদ আহমদ লাঙ্গল,  খেলাফত মজলিসের আমিনুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন।

স্বতন্ত্রদের মধ্যে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী মোবাইল ফোন, আমিনুর ইসলাম রাবেল জগ এবং আমিনুর রহমান লিপন পেয়েছেন নারকেল গাছ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএএন/এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।