ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

মৌলভীবাজারে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মেয়র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
মৌলভীবাজারে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমান

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
 
অলিউর রহমানের আপিলের পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ ডিসেম্বর) দুপরে হাইকোর্ট এ আদেশ দেন।



মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ আয়কর রির্টানের রশিদের কপি না থাকায় গত ৬ ডিসেম্বর অলিউর রহমানের প্রার্থিতা বাতিল করেন রির্টানিং অফিসার। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।

পরে ১১ ডিসেম্বর শুনানি শেষে কর্তৃপক্ষ আপিল খারিজ করে দেয়। এরপর হাইকোর্টে আপিল করেন অলিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।