ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

লালমনিরহাটের ২ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
লালমনিরহাটের ২ পৌরসভায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ

লালমনিরহাট: লালমনিরহাটের দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  
 
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্ব স্ব নির্বাচন অফিস থেকে তাদের প্রতীক দেওয়া হয়েছে।


 
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে ‘নৌকা প্রতীক’ পেয়েছেন বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, বিএনপির আব্দুল হালিম ‘ধানের শীষ’, জাতীয় পার্টির (মঞ্জু) আব্দুর রশিদ ‘বাইসাইকেল’, ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম ‘হাতপাখা’, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বর্তমান প্যানেল মেয়র এসএম ওয়াহিদুজ্জামান ‘জগ’ এবং ‘নারিকেলগাছ’ প্রতীক পেয়েছেন এ কে এম হুমায়ুন আক্তার শিমুল।
 
পাটগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র শমসের আলী পেয়েছেন ‘নৌকা’, বিএনপির এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল ‘ধানের শীষ’ এবং জাতীয় পার্টির (এরশাদ) আব্দুল হামিদ বেঞ্জু ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন।
 
এছাড়া, লালমনিরহাট পৌরসভায় ৫৬ কাউন্সিলর প্রার্থী ও ১৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং পাটগ্রাম পৌরসভায় ৩১ কাউন্সিলর ও আট সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।