ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সিলেটে প্রতীক পেলেন ১৫৭ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সিলেটে প্রতীক পেলেন ১৫৭ প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: উৎসাহ উদ্দীপনায় সিলেটের তিন পৌরসভার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক হাতে পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।



সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে সিলেটের তিন পৌরসভা জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয় বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এ তিন পৌরসভায় তিনটি পদে ১৫৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়র পদে ২১ জন, কাউন্সিলর পদে ১১৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন নারী থাকলেও দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রতীক বরাদ্দ হয় ২২ জনের।
 
জকিগঞ্জ: এ পৌরসভায় কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আব্দুল জলিল (উট পাখি), মুনিম আহমদ (পাঞ্জাবি), ২ নং ওয়ার্ডে রওশন আলম বাদল (পাঞ্জাবি), এ. এম জাকির হোসেন মুকুল (উট পাখি), আব্দুস সালাম (টেবিল ল্যাম্প), মাসুক আহমদ চৌধুরী (পানির বোতল), বজলুর রহমান বাবুল (গাজর)।

৩ নং ওয়ার্ডে সাংবাদিক রিপন আহমদ (পানির বোতল), ময়নুল হক (টেবিল ল্যাম্প), বেলাল আহমদ (উট পাখি), মাতাব উদ্দিন (পাঞ্জাবি)।

৪ নং ওয়ার্ডে মখদ্দছ আলী (পাঞ্জাবি), মাহবুবুর রহমান (টেবিল ল্যাম্প), নূরুল হক (উট পাখি), সাহাব উদ্দিন সাকিল (পানির বোতল), আব্দুল মালিক মনাই (ডালিম)।

৫ নং ওয়ার্ডে কামরুজ্জামান কমরু (পাঞ্জাবি), সাজ্জাদুর রহমান (উট পাখি), ৬ নং ওয়ার্ডে মোস্তাক আহমদ (পাঞ্জাবি), দেলোয়ার হোসেন নজরুল (উট পাখি), শিব্বির আহমদ (ডালিম)।

৭ নং ওয়ার্ডে আছদ্দর আলী (পাঞ্জাবি), হেলাল উদ্দিন (উট পাখি), ৮ নং ওয়ার্ডে বাবুল হোসাইন (পানির বোতল), শামিম আহমদ (উট-বিএনপি), ফুযায়েল আহমদ (পাঞ্জাবি), এনামুল হক মুন্না (টেবিল ল্যাম্প)।

৯ নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই (টেবিল ল্যাম্প), সালেহ আহমদ (পাঞ্জাবি), সুহেল আহমদ সুহিন (উট পাখি) আমাল আহমদ (পানির বোতল)।

এ পৌরসভায় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (নৌকা), বদরুল হক বাদল (ধানের শীষ), আব্দুল মালেক ফারুক (লাঙল), জাফরুল ইসলাম (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী আ’লীগের বিদ্রোহী  ফারুক আহমদ (জগ)। এছাড়া হিফজুর রহমান (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে জোসনা খানম (মৌমাছি), সুনন্দা শুক্লা (কাচি), রুজি বেগম (আঙুর), ৪,৫,৬ নং ওয়ার্ডে হোসনে জাহান রিনা (আঙুর), জাহানারা বেগম (কেচি), ৭,৮,৯ নং ওয়ার্ডে রাহেলা বেগম (মৌমাছি), সালেহা বেগম (আঙুর), রিনা আক্তার রিনা (কাচি) প্রতীক পেয়েছেন।

কানাইঘাট: পৌরসভার ১ নং ওয়ার্ডে জামাল আহমদ (ব্রিজ), জাহাঙ্গীর আলম (উটপাখি), মো. বদরুল আলম (পানির বোতল), রাসেল আহমদ (পাঞ্জাবি), সিরাজ উদ্দিন (ডালিম) মার্কা পেয়ে ভোট যুদ্ধে লড়বেন।

২ নং ওয়ার্ডে মো জসিম উদ্দিন (টেবিল ল্যাম্প), মো. শরিফুল হক (পানির বোতল), মোহাম্মদ জাকারিয়া (পাঞ্জাবি), শামছুল হক (উট পাখি), হাজি নুরুল ইসলাম নূর (ডালিম), আব্দুল হান্নান (গাজর)।

৩ নং ওয়ার্ডে  মামুন অর রশিদ (উটপাখি), মো. নজরুল ইসলাম (গাজর), মো. বিলাল আহমদ (পাঞ্জাবি), হাজি আব্দুল মালিক (পানির বোতল)।

৪ নং ওয়ার্ডে ইসলাম উদ্দিন (গাজর), মো. জসিম উদ্দিন (উটপাখি), হাবিব আহমদ (পাঞ্জাবি), হারুন আহমদ (পানির বোতল)।

৫ নং ওয়ার্ডে আবিদুর রহমান (উটপাখি), আবুল বাসার (পানির বোতল), নুর মোহাম্মদ (টেবিল ল্যাম্প), মো. ইসলাম উদ্দিন (গাহর), হাফিজ নরুদ্দীন (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে মো. কবির আহমদ (ব্ল্যাক বোর্ড), মো. ফখর উদ্দিন (উটপাখি), মো. ফখরুদ্দীন (পাঞ্জাবি)।

৭ নং ওয়ার্ডে মুহিবুর রহমান (পাঞ্জাবি), মো. জমির উদ্দিন (গাজর), মো. মাসুক আহমদ (পানির বোতল), মো. শহীদ উল্লাহ সিদ্দিক (উটপাখি), মো. হুছন আহমদ (ডালিম), ৮ নং ওয়ার্ডে ইকবাল হোসেন (গাজর), তাজ উদ্দিন (পানির বোতল), মো. ইবাদুর রহমান (পাঞ্জাবি),  মো. এনাম (ডালিম), মো. রইছ উদ্দিন (সাইন ক্যাবিনেট), মো. শরিফ উদ্দিন (উটপাখি), ৯ ওয়ার্ডে জলাল উদ্দিন (পানির বোতল), শাহাব উদ্দিন চৌ (উটপাখি), হবিব আহমদ (পাঞ্জাবি) মার্কা পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত ১ আসনে গীতা রানী দাস (মৌমাছি), ফয়জুন নেছা (কাচি), রহিমা বেগম (ভ্যানিটি ব্যাগ), এছাড়া সংরক্ষিত ২ নং ওয়ার্ডে মোছা আছিয়া বেগম ৩ নং ওয়ার্ডে আছমা বেগমের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

এ পৌরসভায় মেয়র পদে লুৎফুর রহমান (নৌকা), মো. আব্দুর রহিম  (ধানের শীষ), বাবুল আহমদ (লাঙল), তাজ উদ্দিন (মশাল), হাফিজ মো. ইসলাম উদ্দিন (রিকশা) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী আ’লীগের বিদ্রোহী মো. নিজাম উদ্দিন (নারিকেল গাছ) ও মোহাম্মদ ওলিউল্লাহ (মোবাইল ফোন), মো. সোহেল আমীন (জগ) প্রতীক পেয়েছেন।

গোলাপগঞ্জ:  এ পৌরসভায় সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মোছা. ছালমা বেগম (চকলেট), সোফিয়া বেগম  মৌমাছি), স্বপ্না খাতুন (কাচি), জলি রাণী পাল (হারমোনিয়াম), মুনিয়া ইসলাম (ভ্যানিটি ব্যাগ) মার্কা পেয়েছেন।

২ নং ওয়ার্ডে হালিমা বেগম (মৌমাছি), মোছা. নাজমা খাতুন (আঙুর), মেহেরুন বেগম (কাচি), ৩ নং ওয়ার্ডে সোনারা বেগম (কাচি), মনোয়ারা ফেরদৌস (আঙুর), আনোয়ারা বেগম (মৌমাছি) মার্কা পেয়েছেন।  

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে স্বপন মালাকার (পাঞ্জাবি), সুমন আলী (পানির বোতল), মোহাম্মদ জহির উদ্দিন (উট পাখি),  ২ নং ওয়ার্ডে মো. আব্দুল কাদির (পানির বোতল), মো. জামেল আহমদ চৌধুরী (উট পাখি), আব্দুল্লাহ আল মামুন (গাজর), মো. আব্দুল কাদির জাকির (পাঞ্জাবি), মো. আব্দুল মতিন (উট পাখি), ৩ নং ওয়ার্ডে মো. আব্দুল মতিন (ব্ল্যাকবোর্ড), মো. ইউছুফ আলী (পানির বোতল), ইউসুফ আলী (গাজর), আজমল হোসেন (পাঞ্জাবি), জবান আলী (উট পাখি), ৪ নং ওয়ার্ডে তমজিদ আলী (টেবিল ল্যাম্প), এম ফজলুল আলম (পানির বোতল), গোলাম মোস্তফা মোছা (পাঞ্জাবি), ফখরুল ইসলাম সাহেদ (উটপাখি), ৫ নং ওয়ার্ডে আবুল হোসেন (ডালিম), মাহতাব উদ্দিন (পাঞ্জাবি), সোলেমান আহমদ (ব্ল্যাকবোর্ড), রফিক আহমদ (উটপাখি), ফয়জুর রহমান বদরুল (পানির বোতল), রুহিন আহমদ খান (টেবিল ল্যাম্প), ৬ নং ওয়ার্ডে সৈয়দ শাহানুর (টেবিল ল্যাম্প), মো. আলা উদ্দিন (ফাইল ক্যাবিনেট), মো. হাদিউজ্জামান মাছুম (পাঞ্জাবি), মো. আব্দুল জলিল (ব্ল্যাকবোর্ড), স্যামুয়েল আহমদ চৌধুরী (গাজর), আব্দুর রহমান তফাদার (পানির বোতল), মো. আজিজুর রহমান (উটপাখি), ৭ নং ওয়ার্ডে খন্দকার দেলোয়ার হোসেন (উটপাখি), তাজির আহমদ শিপুল (পাঞ্জাবি), মো. হেলালুজ্জামান হোলাল (পানির বোতল), ৮ নং ওয়ার্ডে জামাল আহমদ জানাল (পাঞ্জাবি), জুমেরুজ্জামান (টিউবলাইট), বাহার আহমদ জালাল (টেবিল ল্যাম্প), ফারুক আলী (ঢেঁড়শ), আলী হোসেন (উটপাখি), মস্তকিন আলী (পানির বোতল), ৯ নং ওয়ার্ডে মো. কামরান আহমদ (উটপাখি), নজরুল ইসলাম (পাঞ্জাবি), নাজিম উদ্দিন (পানির বোতল)।

এ পৌরসভায় মেয়র পদে জাকারিয়া আহমদ (নৌকা), গোলাম কিবরিয়া চৌধুরী (ধানের শীষ), মো. সুহেদ আহমদ (লাঙল), আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী (মোবাইল ফোন) ও মো. আমিনুল ইসলাম রাবেল (জগ), এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান (নারিকেল গাছ), আমিনুল ইসলাম  (দেয়াল ঘড়ি) মার্কা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।