ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নাটোরে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
নাটোরে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন উমা চৌধুরী

নাটোর: নাটোর পৌরসভার নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।



সংবাদ সম্মেলনে উমা চৌধুরী বলেন, বিএনপির প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সামনে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করাসহ আচরণবিধি লঙ্ঘন করছেন।
তিনি আরো বলেন, বিএনপির প্রার্থী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করেছেন।

উমা চৌধুরী বিএনপির প্রার্থীকে মিথ্যাচার ও অপকৌশল থেকে বিরত থেকে নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।