ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

ভোটে যত ঘটন-অঘটন (আপডেটেড)

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোটে যত ঘটন-অঘটন (আপডেটেড)

ঢাকা: চলছে পৌর নির্বাচন। সারাদেশে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

বুধবার সকাল ৮টায় শুরু হয়ে সারাদেশে অনেকটা শান্তিপূর্ণভা্বেই এগিয়ে চলেছে এই ভোটগ্রহণ। তবে এরই মধ্যে ঘটে গেছে ছোট ছোট কিছু ঘটনা-অঘটন।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাংলানিউজের কাছে থাকা এমন খবরগুলোর মধ্যে রয়েছে-

চট্টগ্রামে সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর। বুধবার সকাল পৌনে ১১টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এছাড়াও স্থগিত করা হয়েছে চট্টগ্রামের চান্দনাইশের দুটি কেন্দ্রের ভোট গ্রহণ।

ফেনীর দাগনভূঞাঁ পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী সাইফুর রহমান স্বপনকে মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সকাল সাড়ে ৯টায় পৌরসভার করিমপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে নৌকা প্রতীকের সমর্থকরা তাকে মারধর করে বলে স্বপন জানিয়েছেন।

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে জালভোট দেওয়ার চেষ্টা করায় রাসেল হোসেন নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর জেলার নগরকান্দা পৌরসভার আট নম্বর ওয়ার্ড কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের পর ভোটগ্রহণ বন্ধ করা হয়। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী বকুল চন্দ্র শীল আহত হয়েছেন।

নরসিংদীর মাধবদী পৌরসভার ১ নম্বর কেন্দ্র মাধবদী মহাবিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর আগে ৪ নম্বর আলহাজ ফজলুল করিম কিন্ডারগার্টেন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।   এর আগে একই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলহাজ ফজলুল করিম কিন্ডারগার্টেন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।   পরে ভোটগ্রহণ বন্ধ থাকা নরসিংদীর মাধবদী মহাবিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সকাল ১০টা ও ১১টায় দুই দফায় মোট তিনটি ককটেল বিস্ফোরিত হয়।  

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার খবর। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চলের ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাসুদুল হক মাসুদের সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাহাদীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওদিকে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মধুপুর পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী সরকার শহীদুল ইসলাম শহীদ।

কুমিল্লার বরুড়ায় একটি কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটগ্রহণ স্থগিত করা। সকালে বরুড়ায় সাবেক শিলমুড়ির উত্তর ইউনিয়ন পরিষদের কেন্দ্রটিকে প্রায় ১২শ’ ব্যালটপেপার ছিনতাই করে সীল মেরে বাক্সে ভরার চেষ্টা চলছিলো, যা হাতে নাতে ধরে ফেলেন রিটার্নিং অফিসার। পরে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

ওদিকে কুমিল্লার লাকসাম পৌরসভার একটি কেন্দ্র থেকে দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ ও র‌্যাব সদস্যরা। সকাল ১০টার দিকে পৌরসভার এম এ ইনস্টিটিউট থেকে তাদের আটক করা হয়। এছাড়া কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক মতিন (৫২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জামালপুরের সরিশাবাড়িতে একটি কেন্দ্রে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
জাপালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নুরুন্নবী অপুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও জামালপুর পৌরসভায় জাতীয় পার্টির প্রার্থী সকালের দিকেই কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন। ওদিকে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী মিজানুল হক পিন্টু আহত হয়েছেন। সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শাহ নেওয়াজ শাহেন শাহর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নড়াইলে ভোট শুরুর এক ঘণ্টার মাথায় ব্যাপক কারচুরির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন কালিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু। পরে এই পৌরসভায় জালভোট দেওয়ার অপরাধে একজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে পৌর এলাকার পূর্ব কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জন করেছেন। বুধবার  সকাল ১০টা  ৩০ মিনিটে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে। অনিয়মের অভিযোগে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পোলিং এজেন্টসহ অন্তত ২০ জন আহত হন।

চাঁদপুরের দক্ষিণ মতলব পৌরসভায় মেয়র প্রার্থী আওলাদ হোসেনের কর্মীদের বিরুদ্ধে ব্যালটবাক্স ছিনতাই এর অভিযোগ উঠেছে।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার পিএন বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গভীররাতে সন্দেহজনক ঘোরাফেরা করার অভিযোগে দুই সংবাদ কর্মী ও এক ব্যক্তিকে আটক করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে তাদের আটক করা হয়। পরে সকালে তাদের তিনজনকেই পুলিশে সোপর্দ করে বিজিবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের কথা জানাচ্ছে সেখানকার প্রতিনিধি। আর বরগুনার একটি কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে এমন খবরও প্রাথমিক তথ্যে জানা গেছে। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার দেড় ঘণ্টার মাথায় কুয়াকাটা সদর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর থেকে খবর এসেছে সেখানে একটি ভোটকেন্দ্রের পাশেই ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সদর পৌরসভার গাউছিয়া একাডেমি কেন্দ্রের সামনে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাদারীপুরের কালকিনিতে একটি ও বরিশালের উজিরপুরে একটি কেন্দ্রের ভোটগ্রহণ।

যশোরের চৌগাছা থেকে অভিযোগ এসেছে সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এজেন্টকে একটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। আটককৃত বাবুল তারাব পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক। সোনারগাঁও পৌরসভার ৮ ও ৯নং কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেন। বেলা ১১টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ অভিযোগ করেন।

বাংলাদেশ সময় ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।