ময়মনসিংহ: উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ জেলার ৯টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নির্বাচনকে ঘিরে ৯৬টি ভোট কেন্দ্রে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহের মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, গফরগাঁও, ভালুকা, ফুলপুর, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ সকালে শুরু হয়। এই ৯টি পৌরসভায় মেয়র পদে ৩৫, সাধারণ কাউন্সিলর পদে ৩১৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ৯টি পৌরসভার ৮১টি ওয়ার্ড, ৯৬টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৭২৪ জন ও মহিলা ভোটার ৯৬ হাজার ৬৬৩ জন।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেডএফ/টিআই