ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মানিকগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মানিকগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: পৌরসভার ২৫টি কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

প্রতিটি কেন্দ্রেই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নারী-পুরুষেরা দলবেঁধে ভোট কেন্দ্রে যাচ্ছেন।

মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ভোটকেন্দ্র জাগীর উচ্চ বিদ্যালয়ে সকালেই ভোট দেওয়ার অপেক্ষায় নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়।

কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, জাগীর উচ্চ বিদ্যালয়ের ওই কেন্দ্রটিতে মোট ভোটার ১৫শ ৪৮। এর মধ্যে নারী ভোটার ৭৬৫ এবং পুরুষ ভোটার ৭৮৩ জন।

এ পৌরসভার মোট ভোটার ৪৯ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৪১৯ জন এবং নারী ভোটার ২৫ হাজার ১৩ জন।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রমজান আলী ( নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ যাদু (ধানের শীষ) এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম (নারিকেল গাছ)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৭১ জন এবং নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।