ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

রামগতিতে প্রচারণার চেষ্টা জাপা এমপি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
রামগতিতে প্রচারণার চেষ্টা জাপা এমপি’র

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-২(রায়পুর-লক্ষ্মীপুর সদর একাংশ) আসনের সংসদ সদস্য মো. নোমান হোসেনের বিরুদ্ধে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর পক্ষে রামগতি পৌর এলাকায় প্রচারণার চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার(১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে রামগতির আলেকজান্ডার বাজারে দলীয় কার্যালয়ে আসেন নোমান হোসেন।



কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা তাকে বাধা দেন এবং নির্বাচনী এলাকা ছেড়ে চলে যেতে বলেন।

রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল বাংলানিউজকে জানান, রামগতি পৌর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী আজাদউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে এ এলাকায় আসেন এমপি নোমান হোসেন। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে বাধা দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনী এলাকায় প্রবেশ করায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন তাকে বাধা দেন। এরপর তিনি থানায় চলে আসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জাকির হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়টি এখনও জানি না। কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।