ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বড়াইগ্রামে আ’লীগ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বড়াইগ্রামে আ’লীগ প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

নাটোর: আচরণ বিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
 
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু এ আদেশ দেন।

 
 
নির্বাচন অফিস সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারেকের পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌরসভার লক্ষ্মীকোল বাজার থেকে শুরু হয়ে মৌখাড়া বাজারে যায়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। মেয়র প্রার্থীর পক্ষে তার ভাই বাখের সরদার জরিমানার টাকা পরিশোধ করেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।